ঠাকুরগাঁওয়ে শুরু হচ্ছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৬ মে) মির্জা রুহুল আমিন স্মৃতি টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন উপলক্ষে দুপুর তিনটায় শহরের কালিবাড়ি তাতিপাড়ায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ৮ মে দুপুর ১২ টায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে এ প্রতিযোগিতা। ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।
উক্ত টুর্নামেন্টে ঢাকা, পাবনা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও ঠাকুরগাঁও জেলার ১৬টি দল অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী খেলায় প্রথম দিনে অংশগ্রহণ করবেন ঠাকুরগাঁও ইয়ুথ ক্লাব বনাম দিনাজপুর ডোমিনেটর্স। আয়োজকরা জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের দক্ষতা তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন।
টুর্নামেন্টের আহ্বায়ক নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, “আমাদের লক্ষ্য ঠাকুরগাঁওয়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলা। ভবিষ্যতে এখান থেকেই উঠে আসবে জাতীয় দলের ক্রিকেটার।
তিনি আরও বলেন ঠাকুরগাঁওয়ের অনেক খেলোয়ার ইতোমধ্যে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে অবদান রাখছেন। আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে আরও বেশি সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসুক।
ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে একটি দারুণ আয়োজন, যেখানে দেখা যাবে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা এবং তরুণ প্রতিভার ঝলক।