তাড়াশে সহোদর দুই বোনের পানিতে ডুবে মৃত্যু !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (সাবেক মেম্বার) রব্বেল হোসেনের পুত্র হযরত আলীর ছোট দুই কন্যা ইয়াফি (১০) ও ইশা (৭)।
শনিবার (১ জুন-২০২৪) আনুমানিক দুপুর আড়াইটার দিকে পুকুরের পানিতে ডুবে মারা গিয়াছে( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায় যে, কোহিত তিতুলিয়া গ্রামে তাদের বাড়ির পূর্ব পাশের পুকুরধারে খেলাধুলা করা অবস্থায় আমগাছ হতে কোনো এক বোন পরে গিয়ে পুকুরে ডুবে যায়। তখন আরেক বোন তাকে তুলতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যায়।
তাদের চাচা হযরত ওমরের শিশু তার বড় মাকে (জেঠি) বললেও তারা বুঝতে না পেরে কাজের খেয়ালে গুরুত্ব দেন নি । শিশুর পিড়াপিড়িতে তারা বাইরে এসে দেখে দুই বোন নাই। এরমধ্যে দুইবোন পুকুরের পানিতে হাবুডুবু খেতে খেতে উত্তরদিকে গিয়ে পানিতে ভেসে ওঠে। ততক্ষণে শিশু ২ জন মারা যায়।
এখবরে স্থানীয় আশপাশের এলাকা হতে লোকের ভীড় হয় তারা এসে শিশু ২ কে দেখে বলেন মারা গিয়াছে এবং স্থানীয় চিকিৎসক বলেন শিশু ২ জনই আর জীবিত নেই । এতে ওই পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে স্থানীয় এমপি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা আসেন।