তাড়াশে ভ্যানচালকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম সরকার (২৫) নামে এক ভ্যান চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। চালককে হত্যাকে ব্যাটারী চালিত অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার বারুহাস-তাড়াশ আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রীজের নিজ থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ইসলাম সরকার উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পরিবারেরর বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত অটোচালক ইসলাম বুধবার সন্ধার দিকে বারুহাস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়ার তৃষিখালী মাজারের উদ্দ্যেশে রওনা হয়। এরপর রাতে বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
বৃহস্পতিবার( ২৬ মে) সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রীজের নিজে হাত ও পা বাধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই চালকের ভ্যানটি ভাড়া করে দুর্বৃত্তরা। পরে ওই যাত্রীরা তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের ব্রীজ এলাকায় পৌছে চালকের হাত পা বেঁধে হত্যা করে ভ্যানটি নিয়ে চলে যায়। ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় মামলা থানায় মামলা দায়ের করা হয়েছে।