শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে ঈদ বাজারে আতর টুপি জায়নামাজ কেনার ব্যস্ততা ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ারুল হকের মৃত্যু ভালুকায় গেইটে তালা,অবরুদ্ধ তিনটি পরিবার  ভাঙ্গুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ঈদ বাজার বেনাপোলে চাহিদার শীর্ষে সুতি পাঞ্জাবি কাজিপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারে জরুরী সহায়তা যশোরের শার্শা উপজেলা বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন বরগুনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার রং তুলিতে স্বাধীনতা দিবস উদযাপন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা জহির উদ্দিন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা আনোয়ার শিকদার

দাঁত শিরশির করে কেন?

অনলাইন ডেস্ক: / ৫২০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

দাঁত শিরশির করে কেন? বিভিন্নভাবে দাঁতের অতিসংবেদশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ যা এনামেল নামে পরিচিত তা যদি ক্ষয় হয়ে যায় তখন দাঁতের ডেন্টিন বের হয়ে যায়। ডেন্টিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতিসংবেদনশীল হয়ে ওঠে। তখন খাবার গ্রহণ করার সময় দাঁত শিরশির করতে পারে।

দাঁতের অতিসংবেদনশীলতার কারণ

ক) জোরে জোরে দাঁত ব্রাশ করার অভ্যাস থাকলে। খ) শক্ত টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত ক্ষয় হতে পারে। গ) পান সুপারি বিশেষ করে সুপারি বেশি চিবানোর অভ্যাস থাকলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাবে। ঘ) রাতের বেলায় নিয়মিত ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর অভ্যাস থাকলে। ঙ) অ্যাসিডিক পানীয় এবং বেভারেজ জাতীয় খাদ্য দ্রব্য দাঁতের ক্ষয় করে থাকে। তখন দাঁত সংবেদনশীল হয়ে উঠতে পারে। চ) ভুল পদ্ধতিতে দাঁত ব্রাশ করলে গাম রিছেসন অর্থাৎ মাড়ি জায়গা থেকে সরে যায়। তখন দাঁত অতিসংবেদনশীল হয়ে উঠে। ছ) দীর্ঘ সময় ধরে দাঁত ব্রাশ করলেও দাঁত অতিসংবেদনশীল হয়ে উঠতে পারে।

দাঁতের অতিসংবেদনশীলতার কারণে ঠান্ডা অথবা গরম পানি অথবা পানীয় পান করার সময় দাঁত শিরশির করতে পারে। আবার খাবার গ্রহণের সময়ও দাঁত শিরশির করতে পারে। দাঁত শিরশির করার কারণে রোগী খুবই অস্বস্তিকর অবস্থায় থাকে। মাঝে মাঝে অনেকের দাঁতে ব্যথা হয়। খাবার ঠিকভাবে খেতে পারে না। দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে গেলে বাইরে থেকে ঠান্ডা অথবা গরম খাবার, ঠান্ডা বাতাস, ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাই দাঁত শিরশির করে থাকে। দাঁত অতিসংবেদনশীল অথবা শিরশির করলে আমরা সাধারণত টুথপেস্ট ব্যবহার করে থাকি। তবে দাঁতের শিরশির নিরাময়ের টুথপেস্টগুলো সাধারণ টুথপেস্ট থেকে আলাদা। কারণ এতে কিছু উপাদান থাকে যা দাঁতের শিরশির প্রতিরোধ করে।

লেখক : দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন, ইমপ্রেস ওরাল কেয়ার, ইব্রাহিমপুর, ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর