নিখোঁজ সংবাদ
গাজীপুরের কাশিমপুরে আরিয়ান নামে দুই বছরের এক শিশু হারিয়ে গেছে। সোমবার (১৮ এপ্রিল) আনুমানিক দুপুর ১২ টা সময় জরুন দক্ষিণ কাশিমপুর ডেল্টা মোড় থেকে হারিয়ে যায়। তাকে অনেক খোঁজা খোঁজি করেও কোথাও পাওয়া যায়নি। এ বিষয়ে কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পরিবার। আরিয়ান জামালপুর জেলার সদর থানার ছুলোটিয়া সাধুরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পরিবারের সাথে জরুণ দক্ষিণ কাশিমপুর এলাকায় গণি মৃধার ভাড়া বাসায় থাকতো। তার পিতা আনোয়ার হোসেন জানান,আমার ছেলে শারীরিক ভাবে অসুস্থ। তার শরীরে পক্স এর ক্ষত আছে। এছাড়াও তার বাম পায়ে পোড়ার দাগ আছে। তার পরিবার থেকে জানানো হয়েছে, যদি কোন সহৃদয় ব্যক্তি আরিয়ানকে খুঁজে পান যেন +8801849-833454 মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। অথবা জিএমপি কাশিমপুর থানায় জানানোর অনুরোধ জানিয়েছেন।