প্রধানমন্ত্রীর জন্মদিন ও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন ও শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মাম্বলীদের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সয়দাবাদ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ীতে ইউনিয়ন আঃলীগের কার্যালয় হতে উক্ত খাদ্য সামগ্রী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম তার নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আঃলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা যায় যে, মানবতার সৈনিক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম এ প্যাকেট খাদ্য সামগ্রী পেয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যরা খুশি মনে বাড়ী ফিরছেন।