বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্তিতে মাহবুব পলাশকে সংবর্ধনা প্রদান
কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার- ১৪২৬ প্রাপ্তিতে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কৃতিসন্তান, বিরল ও মহা বিপন্ন প্রজাতির সংগ্রহ শালাকারি মাহবুব পলাশকে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সংবর্ধনা প্রদান হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রীজ সংলগ্ন দৈনিক করতোয়া ব্যুরো চীফ সিরাজগঞ্জ অফিসে সংবর্ধনা অনুষ্ঠান , ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা এর সভাপতিত্বে সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল প্রজাতির সংগ্রহশালার বৃক্ষ প্রেমী মাহবুব পলাশকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোদাসের রহমান পরাগ। উল্লেখ্য গত বুধবার (১২ অক্টোবর/২০২২) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্টের চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ,ম রেজাউল করিম ও কৃষি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।