সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

বছরে ২ হাজার ট্যাক্সি ও বাইক চালক নেবে আরব আমিরাত

রিপোর্টারের নাম : / ৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

বাংলাদেশ থেকে প্রতিবছর ন্যূনতম দুই হাজার দক্ষ কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত। এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ট্যাক্সি ও মোটরসাইকেলের চালক হিসেবে কাজ করবেন। এরই ধারাবাহিকতায় চলতি বছর এক হাজার ৩০০ দক্ষ কর্মী দুবাই যাবেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কম্পানি জনবল নিয়োগ করে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬টি কম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে এরই মধ্যে দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি করপোরেশন।’

তিনি আরো বলেন, ‘চলতি বছর বাংলাদেশ থেকে এক হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাত।

এর মধ্যে এক হাজার মোটরসাইকেলচালক রয়েছেন, যাঁরা পাঁচ মাসে ২০০ জন করে যাবেন। আর অন্য ৩০০ জন ট্যাক্সিচালক হিসেবে কাজ করতে যাবেন। এ ছাড়া আগামী বছর থেকে কমপক্ষে দুই হাজার করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি। এর পরের বছরগুলোতে এই সংখ্যা বাড়ানো হবে।

কর্মী নেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বলেন, ‘আমি এখানে দুবাইয়ের ট্যাক্সি কম্পানিকে নিয়ে এসেছি। দুবাইয়ে বাংলাদেশি ট্যাক্সি ও মোটরসাইকেল চালকের চাহিদা রয়েছে। সম্প্রতি এই দুই সেক্টরে বাংলাদেশ থেকে ৫০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন প্রায় ১০০ কর্মী বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ বছর প্রায় এক হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিয়োগ করা হবে। এই সংখ্যা সামনে বাড়বে। পরবর্তী বছরগুলোতে এই সংখ্যা দুই হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। গত বছর দুবাই ট্যাক্সি কম্পানি বাংলাদেশ থেকে দুই হাজার ১০০ কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি। এর মধ্যে নিরাপত্তাকর্মী, আতিথেয়তার জন্য কর্মী নিচ্ছি।’

ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের বেতন জানতে চাইলে আল হামুদি বলেন, ‘এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।’ কত বছর পর্যন্ত এই নিয়োগপ্রক্রিয়া চলবে, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করবে কত দিন এ দুই খাতে কর্মী যাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর