বরগুনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার রং তুলিতে স্বাধীনতা দিবস উদযাপন

বরগুনার ‘রং তুলিতে শিল্পীদের স্বাধীনতা দিবস উদযাপন ’ করে খুদে শিল্পীরা। শিশু শিল্পীরা শীতের আমেজে গরম কাপড় পরিধান করে এ উপজেলায় তৃতীয়বারের মতো এই কর্মসূচি পালন করে রং তুলিতে নান্দনিকতা ছড়িয়ে দেয় মাঠ জুড়ে। যা সকলকে মানুষদের মুগ্ধ করে।
বুধবার মহান স্বাধীনতা দিবস ‘২০২৫ উপলক্ষে মুক্তিযুদ্ধকে উপজীব্য করে বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে তিন শতাধিক শিশু-কিশোর কে লাল সবুজ জাতীয় পতাকা অঙ্কন করে দেওয়া হয়েছে। শিশুদের হাতের ছোঁয়ায় জাতীয় পতাকার এই দৃষ্টিনন্দন শিল্পকর্মে আগন্তকদের সাজানো কারণে বিজয় দিবসের সমগ্র অনুষ্ঠানে সৌন্দর্য দৃশ্যমান হয়।
এতে অংশ গ্রহণ করেন, খুদে শিল্পীমোসা: বিন্তি, মো: আরিফুল ইসলাম মান্না, মো: সাইফুল ইসলাম রিয়াজ, হাসান মাহমুদ পিয়াল, মাইসা ইসলাম, মাঈনুল ইসলাম তন্ময়, ও মোসা: রাইসা। এ কার্যক্রম পরিদর্শন করেন, বেতাগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার।
এতে অংশ গ্রহণকারী খুদে শিল্পী বিন্তি বলেন,‘সৃজনশীল কাজে অংশ নিয়ে আমি খুশি। আমাদেরমতো অন্য শিশুকিশোরদের অনুপ্রেরণা যোগাতে এই কাজের মূল উদ্দেশ।
আয়োজন কারী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পাবলিক রিলেশন অফিসার মো আরিফুর ইসলাম মান্না জানান, বেতাগীতে প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করে এসময় তিন শতাধিক শিশুকিশোর কে আমরা লাল সবুজ জাতীয় পতাকা অঙ্কন করে দেওয়া হয়।
উদীচী শিল্পী গোষ্ঠি বেতাগী উপজেলা সভাপতি দিপক কুমার গুহু বলেন, এই কর্মসূচিটির মধ্য দিয়ে শিশু-কিশোরেরা চিত্রকলা চর্চার সঙ্গে যুক্ত থাকতে পারে এবং শিশুদের হাতের ছোঁয়ায় জাতীয় পতাকার নান্দনিক করার মধ্য দিয়ে তারা দেশকে ভালোবাসতে শেখবে।