বরগুনায় যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর পরামর্শ সভা

খাইরুল ইসলাম মুন্না,বরগুনা: সোমবার ১৭ মার্চ ১০ ঘটিকায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তন বেসরকারী উন্নয়ন রূপান্তরের আয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক চিত্তরঞ্জন শীল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বরগুনা অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক গৌতম চন্দ্র দে, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সহিদুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপপরিচালক রূপকুমার পাল, জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ ও নির্বাহী মেজিস্ট্রেট জনাব নাইম- উল ইসলাম চৌধুরী ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুজাফর মোঃ সালেহ।
সভায় অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক প্লাটফর্ম এর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও যুব ফোরামের সদস্য বৃন্দ। সভায় উপস্থিত বক্তারা একটি সংবেদনশীল সমাজ গঠনের জন্য সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা বাড়াতে সহযোগিতামূলক কার্যক্রমের কৌশল তৈরি করার জন্য যথাযথ পরামর্শ প্রদান করেন। যাতে যুবরা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সমাজে তাদের সম্পৃক্ততা বাড়াতে পারে। সভায় মডারেটর ও সঞ্চালনায় ছিলেন মনির হোসেন কামাল, সিনিয়র সদস্য জেলা নাগরিক প্লাটফর্ম, ও আহবায়ক সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা।