বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে গাকৃবিতে পহেলা বৈশাখ উপযাপন

রিপোর্টারের নাম : / ২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বর্ণিল নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদ্যাপন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে নতুন বছর ১৪৩২ কে বরণ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

এ বর্ষবরণকে ঘিরে পুরো ক্যাম্পাসকে মনোমুগ্ধকর রঙিন সাজে সজ্জিত করা হয়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর আলোকসজ্জায় এ ক্যাম্পাস ছিলো উৎসবমুখর। পুরো ক্যাম্পাস জুড়েই বিরাজ করছিল পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর এক উষ্ণ প্রয়াস।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বর হতে শুরু করে ক্যাম্পাসের বৈশাখী চত্বরে শেষ হয়। এ জাঁকজমকপূর্ণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সেক্রেটারি প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষকম-লী, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ এবং বিশ্ববিদ্যালয় প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর