বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স পরিষদের যশোরের ঝিকরগাছা-শার্শা জোনের কমিটির
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-যশোরের ঝিকরগাছা-শার্শা বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স পরিষদের জোন কমিটির উদ্বোধনী করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হোসেন।
রবিবার (২৫ আগষ্ট) রাত সাড়ে ৮টার সময় বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স পরিষদের ঝিকরগাছা-শার্শা জোন কমিটির নাভারণ আনসার ক্যাম্প সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভ্রাম্যমান হকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। ঝিকরগাছা-শার্শা জোন কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইয়াকুবার, সহ সধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক রিজাউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পাদক আকবর আলী, প্রচার সম্পাদক কামাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক পান্না মোড়ল, কার্যকারী সদস্য শাহিনুর রহমান, বজলুর রহমান সহ আরও অনেকে।