বিএনপি নেতা আনোয়ারুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খাঁনমরিচ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সদস্য মরহুম এস এম আনোয়ারুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গোবিন্দপুর খেলার মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদত হোসেন।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল আবেদীন মিলন,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, কৃষকদলের সভাপতি কুরবান আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, সদস্য সচিব হাসেম মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাংবাদিক নুরুজ্জামান সবুজ, এশিয়ান টিভির সাংবাদিক সফিক ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আলিম।