বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক আর নেই
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের নন্দকুশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক (৭২) সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শ্বাস কষ্টজনিত কারনে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাইহী রাজিউন।
তিনি সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের নন্দকুশা গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রাত ৯ টায় কালিকাপুর ঈদগাহ মাঠে নামাজে যানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে সলঙ্গা থানা আওয়ামীলীগ ও রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগসহ এলাকার সকল রাজনৈতিক দলের নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।