বেড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের জগন্নাথপুর পূবপাড়া গ্রামের হাজী নুর ইসলাম সরদারের বাড়িতে আগুন লেগে একটি তিন রুম বিশিষ্ট ঘর পুড়ে ছাই হয়েছে। সেমি পাকা ৩০ হাত ঘর ঘরের ভিতরে রাখা ফ্রিজ , তিনটি খাট, নগত টাকা , স্বর্ণালংকার আবাস পত্র সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। বাড়ির মালিক এবং ফায়ার সার্ভিস ইউনিট সূত্রে জানা যায় , শনিবার সন্ধ্যা ৭ টার দিকে রান্না করা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা দশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ.হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনায় দেলোয়ার ৪৫ নামের এক ব্যক্তিকে আহত অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে।