বেতাগী’তে শিশুদের নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
ঈদুল ফিতরের আর মাত্র কিছুদিন বাকি, আর এই ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের কোন কমতি নেই, ঠিক তেমনি শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছে একদল তরুণ তরুণী স্বেচ্ছাসেবক।
বরগুনা’র বেতাগী’তে শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদী উৎসব করা হয়েছে। শিশুদের ঈদের রঙে রাঙাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সদস্যরা।
শনিবার ( ২৯ মার্চ ) বেতাগী’র সদর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের বিভিন্ন ওয়ার্ডের প্রায় অর্ধ শতাধিক শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেন তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।
শিশু মুন্তাহিনা (৬) ও উর্মি আক্তার (১০) বলে, ‘আমাদের খুব আনন্দ লাগছে। আমাদের কেউ কোনোদিন এভাবে কাছে ডেকে হাতে মেহেদীতে রাঙিয়ে দেয়নি।’
আখিঁ আক্তার (১২) নামে এক শিশু বলে, ‘আমরা গরিব মানুষ। প্রতি বছর ঈদে আমার বন্ধুরা মেহেদী হাতে দেয়। আমার কখনও সুযোগ হয়নি। এক আপু আমাকে আজ হঠাৎ করে মেহেদী লাগিয়ে দিলো। আমার খুব আনন্দ লাগছে।’
মেহেদী রাঙা উৎসবে অংশ নেয়া সংগঠনের সদস্য মো আরিফুর ইসলাম মান্না ও সুমাইয়া আক্তার বলেন, ঈদ মানেই সবার জন্য আনন্দ। এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হোক তা আমরা চাই না। চেষ্টা করছি ঈদের আনন্দ যেন শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাত মেহেদীতে রাঙিয়ে দিলাম।
গ্রীন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটির আয়োজন ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সহযোগিতায় দিনব্যাপী এই মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময়ে গ্রীন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাঈনুল ইসলাম তন্ময়, মো আরিফ হোসেন, সাইফুল ইসলাম রিয়াজ, মাহি বুরহান সিয়াম, মো ইমাম, রিয়া ইসলাম, ইশমাত মেহেজাবীন বিন্তি, শিফা প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না বলেন ঈদ সব সময় আসে না, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে আমাদের এই উদ্যোগ। সব সময় সকল পরিবার তাদের শিশুদের মেহেদি দিতে পারেনা। ঈদ মানে মেহেদী আনন্দ এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।