বেড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পাবনার বেড়া উপজেলা প্রসাশনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয় ঘটিকায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা আ. লীগের সহযোগী সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.মোরশেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক বাবু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ উল হক , মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম, আমিনপুর থানার ওসি হারুনুর রশিদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।