ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুর, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন মাছিহাতা ইউনিয়নের অন্তর্গত পাঘাচং সাকিনস্থ “আল বায়তুল মামুর সালাফি জামে মসজিদ” ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে একদল দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এ ঘটনায় মসজিদের সভাপতি বাশার বাদী হয়ে দেলোয়ার হোসেন সহ মোট তেরো জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা করেছেন।
জানা যায় দুর্বৃত্তরা জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে মসজিদ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
বাহ্মনবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক শামসুল হক নিশ্চিত করে জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।