ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ারুল হকের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খাঁনমরিচ ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা সরদার আনোয়ারুল হক (50) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি খাঁনমরিচ ইউনিয়ন প্রথমে ছাত্রদল ও যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পরে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন,বর্তমান ইউনিয়ন আহব্বায়ক কমিটির সদস্য। বৃহস্পতিবার (২৭মার্চ) বিকেল ৫ ঘটিকায় তার নিজস্ব বাস ভবনে তার মৃত্যু হয়। তিনি বেশ কিছু দিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। বুধবার রাত সাড়ে ১১ টায় গোবিন্দপুর খেলার মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। আনোয়ারুল হক উপজেলার গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সেনা সদস্য এস এম কুদরত আলীর ছেলে।
তার মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নূর মোজাহিদ স্বপন ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোক শোক প্রকাশ করেছেন সেই সাথে খাঁনমরিচ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকনসহ বিএনপি,অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, আনোয়ারুলের মৃত্যুতে ভাঙ্গুড়া বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারালাম।