ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া (পাবনা)
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা কৃষক উন্নয়নে ‘গ্রামীণ কৃষক উন্নয়ন’ শীর্ষ সেমিনার-২০২৫ হয়েছে।
সকাল ১০টায় ভাঙ্গুড়া উপজেলা মডেলের সমাবেশে শীর্ষ সেমিনার সমাবেশ হয়।
ভাঙ্গুড়া উপজেলা কৃষক সংগ্রাম এগিয়ে আঁর লড়াই মা মেরে লড়াইয়ের সিদ্ধান্তে সেমিনারে সক্রিয়, পাবনা জেলা কৃষকের পক্ষে, আবুল হাসমেন সাধারণ নির্বাচন আছাদ লড়াই আসিফ, সাংগঠনিক আমিরুল ইসলাম নিক্সন ভাঙ্গুড়া উপজেলা উপজেলা সদস্যপ্রধান প্রভাষক জাফর হিরোক, উপজেলা ইসলামী আন্দোলন সংগ্রাম যুগ্ম আহ্বায় আব্দুল আজীজ ভাঙ্গুড়া প্রেস কলেজের অধ্যাপক (অঃ) মাহব-উল-আলম বালু, পৌর ইউরোপীয় ইউনিয়ন পাক রফিকুল ইসলাম, পাবনা পল্লী সমিতি-১, ভাঁড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানে মোজাম্মেলজার এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ভাঙ্গুড়া বৈধপ আবিদ উল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাগঠনিক ভোটার মোতালেব হোসেন, উপজেলা কৃষক আন্দোলনের সাধারণ সমর্থন আব্দুল মালেক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ জোট। মনির শক্তি ফারুক, উপিজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ আমিনুল ঠিকই, পৌরচাসকেব স্বাগত আহ্বায়ক আবু নাঈম নাছির, পৌরজীবি দলের সদস্য দলীয় পান্না হোসেন, রাজনৈতিক বিভিন্ন বিরোধিতাকারী কর্মকর্তা। তৃণমূল ক্ষমতা, কৃষকের বিভিন্ন গ্রুপের শক্তি নেতৃবৃন্দ সহ সাধারণ কৃষকবৃন্দ।