ভাঙ্গুড়ায় ট্রাকের নিচে পিষ্ট পূত্র বাবা আহত

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে পূত্র জুনায়েদ আহমেদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বাবা সোলাইমান ৩৬ আহত।
আজ শনিবার বিকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ বাবার সাথে নানাবাড়ি থেকে মোটরসাইকেলে ফেরছিল। এ সময় জুনায়েদের বাবা মোটরসাইকেল চালক সোলাইমান ৩৬ গুরুতর আহত হয়। সুলাইমান উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের চক্র পাড়া পূর্ব পাড়ার গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন এনজিও কর্মী। জানা যায়, চাকুরি সুবাদে সুলাইমান শ্বশুর বাড়িতেই থাকেন গত শুক্রবার দাদার বাড়ি ইফতারের জন্য নানার বাড়ি থেকে ছেলেকে নিয়ে আসেন দাদার বাড়ি আজ শুক্রবার নানার বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান,ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে পৌঁছানো হবে ট্রাকের ড্রাইভার হেল্পার দুইজনই পালাতক।