ভাঙ্গুড়ায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টার সদর খাদ্যগুদামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন,খাদ্য নিয়ন্ত্রক মোহাব্বক হোসেন ও প্রান্তিক কৃষক।
উদ্বোধনী অনুষ্ঠানে একজন প্রান্তিক কৃষকের কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।
ভাঙ্গুড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান, চলতি বোরো মৌসুমে ভাঙ্গুড়া থানায় ৩৬ টাকা কেজি দরে ৫ শত ৮ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৪ শত ৬৬ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কোনো রকম হয়রানি ছাড়াই যাতে সহজে গুদামে ধান সংগ্রহ করা যায়, সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।