শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন লালমনিরহাট জজ আদালতে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে যুবককে আটকে রেখে নির্যাতন,২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক যশোর ঝিকরগাছা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ‎ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জন ভোগান্তি

ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় নাহিদ হাসান (১৪) নামের ৯ম শ্রেণীর  স্কুল ছাত্রের একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গুড়া পল্লী বিদ্যুতের ১৩২/৩৩ উপকেন্দ্রের উত্তর পাশে রেললাইন থেকে প্রায় ১০ ফিট নিচ থেকে এই লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ( ১৭ই এপ্রিল) ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার বড় বোনের পরীক্ষা উপলক্ষে বোনকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়েছিলেন বলে পরিবারের দাবি। ঐদিন রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন তার পিতা।  নিহত নাহিদ পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার হাটউধুনিয়া ইউনিয়নের  খানপুর গ্রামের  নূর মোহাম্মদের ছেলে এবং নিজ এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, নাহিদের বড় বোন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী হিসেবে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার বড় বোনকে সাথে নিয়ে নাহিদ পরীক্ষার কেন্দ্রে এসেছিলেন। তার বড় বোন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে সাড়ে দশটার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকে। এরপর থেকে পরিবারের লোকজন নাহিদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না। সারাদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পিতা নুর মোহাম্মদ। এরপর শুক্রবার বিকেলের দিকে পথচারীর মাধ্যমে খবর পান ভাঙ্গুড়া থানা পুলিশ। পুলিশ ও পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ নাহিদের লাশ সনাক্ত করেন। নিহত নাহিদের কপালে ও পেটের ডানপাশে কালো দাগের চিহ্ন দেখা গেছে। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে চলে গেছে।                                                                                                                                                                  নিহত নাহিদের চাচা কান্না জড়িত কন্ঠে  বলেন, নাহিদ অত্যন্ত ভালো ছেলে। তার কোন শত্রু নেই, কিন্তু কেন কিভাবে এমন ঘটনা ঘটালো কিছুই বুঝতে পারছিনা। অতিদ্রুত এই মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীও জানান তিনি।                                                                                                                                                ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, পথচারীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে লাশ দেখতে পান। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরত হাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রির্পোট আসলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর