ভাঙ্গুড়া প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শরৎনগর বাজার ভাঙ্গুড়া প্রেসক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি মো.মাহবুব-উল-আলম বাবলু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মোঃ নুরুজ্জামান সবুজ, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, দৈনিক কালবেলার প্রতিনিধি প্রভাষক মোঃ আব্দুর রহিম, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, খোলা কাগজের প্রতিনিধি ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক হোসেন, দৈনিক আমার সংবাদের পাবনা জেলা প্রতিনিধি ও এশিয়ান টিভির ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ সফিক ইসলাম, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক সময়ের কন্ঠস্বরের প্রতিনিধি সাখাওয়াত হোসেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. মুজিবুর রহমান, দৈনিক জীবন কথার প্রতিনিধি মো.হাফিজুর রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ শাহিবুল ইসলাম পিপুল, দৈনিক আমার সংবাদের প্রতিনিধিও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান সাংবাদিক মিনুর রহমান খান, মামুন মোঃ শিমুল প্রমূখ।
এসময় ইফতার মাহফিলে ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আবু জাফর সহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তিসহ উপস্থিত সকলের পরিবার এবং মৃত ব্যক্তিদের রুহহের মাগফিরাত কামনা এবং ক্লাবের সাংবাদিকরা যাতে নীতি ও আদর্শের মধ্য থেকে সঠিক সংবাদ প্রচার করতে পারেন তার জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আশেক ইলাহি সিদ্দিকী।