মা
আমি ২৪ ঘণ্টা ধরে শুধু দিন দেখেছি,
আমি ২৪ ঘণ্টা ধরে শুধু রাত দেখেছি।
আমি ১২ ঘণ্টা শুধু দিন দেখেছি,
আমি ১২ ঘণ্টা শুধু রাত দেখেছি।
আমি ১৮ ঘণ্টা শুধু দিন দেখেছি,
আমি ৬ ঘণ্টা শুধু রাত দেখেছি।
আমি ২০ ঘণ্টা শুধু দিন দেখেছি,
আমি ৪ ঘণ্টা শুধু রাত দেখেছি।
আমি উপরের সবকিছু ভিন্ন ভাবেও দেখেছি।
এত কিছু দেখার সৌভাগ্য আমার হয়েছে,
শুধুমাত্র আমার বিশ্ব ভ্রমণের কারণে।
আমি সাদা মানুষের সাথে মিশেছি,
আমি কালা মানুষের সাথে মিশেছি,
আমি হলুদ মানুষের সাথে মিশেছি,
আমি বাদামি মানুষের সাথে মিশেছি,
আমি নানা ভাষার মানুষের সাথে কথা বলেছি।
আমি নানা দেশের খাবার খেয়েছি,
আমি জগত জোড়া পাঠশালায় পড়েছি,
আমি সারা জাহানের প্রাকৃতিক সৌন্দর্যকে,
মনের আনন্দে উপভোগ করেছি।
আমি রোদের তাপ উপভোগ করেছি,
আমি শীতের ঠাণ্ডাও অনুভব করেছি,
আমি বৃষ্টির মাঝে ভিজেছি,
আমি বরফে শীতল হয়েছি,
আমি পাহাড়ের উপর উঠেছি,
আমি সবুজে ঘেরা সুন্দর নিখিল দেখেছি,
আমি বিশ্বের সেভেন ওয়ান্ডারস দেখেছি।
আমি ভালোবাসার অনুভূতি পেয়েছি,
আমি যৌবনের তাপমাত্রা উপভোগ করেছি,
আমি আমার অনুভূতির পার্থক্য প্রতিফলন করেছি।
কিন্তু, আমি আমার মায়ের চেয়ে বড় কাউকে
আজও দেখি নাই!
প্রাণের চেয়ে প্রিয় মাগো আমার কাছে তাই।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।