শিরোনামঃ
উল্লাপাড়ায় সিএনজিচালিতঅটোরিকশার সাথে পিক-আাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত বেনাপোলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে খলিলুর রহমান পুনরায় বিজয়ী বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে চায় আমিরাত জুনের মধ্যে ৭০ ভাগ ধান-চাল সংগ্রহের নির্দেশ পেঁয়াজের বাজারে স্বস্তি ॥ দাম কমছে রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএম কার্যকর ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে উন্নয়ন হয়েছে, বললেন ব্রিটিশ প্রতিমন্ত্রী গ্রাম আদালতের জরিমানার ক্ষমতা বাড়ল শেয়ার বাজারে লেনদেন ছাড়িয়েছে ১১শ কোটি টাকা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য আরো তহবিল সংগ্রহ করুন সলঙ্গায় মাদ্রাসার শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন বেতাগীতে রেডক্রিসেন্ট দিবসে র‌্যালি ও আলোচনা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে চায় আমিরাত জুনের মধ্যে ৭০ ভাগ ধান-চাল সংগ্রহের নির্দেশ পেঁয়াজের বাজারে স্বস্তি ॥ দাম কমছে রোহিঙ্গা প্রত্যাবাসনে আইওএম কার্যকর ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে বিমসটেকে প্রাসঙ্গিক চুক্তি চায় বাংলাদেশ

কলমের বার্তা / ৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরীয় উদ্যোগ-বিমসটেকে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে জোটের সদস্য রাষ্ট্রগুলোকে দ্রুততম সময়ে প্রাসঙ্গিক চুক্তি চূড়ান্ত করতে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (৮ মার্চ) ২৩তম বিমসটেক জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সভায় এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় আয়োজক দেশ ছিল থাইল্যান্ড। বৈঠকে জোটের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রবিষয়ক সচিবরা অংশ নেন।

সভায় সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, বৃহস্পতিবার জোটের মন্ত্রীদের ১৯তম বৈঠকে এটি অনুমোদন পাবে। এছাড়া সভায় বিমসটেক ব্যাংকক ভিশন-২০৩০ চূড়ান্ত করেছে এবং এটিকে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

এর বাইরে সভায় ব্লু ইকোনমিকে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতের অধীনে একটি সাব-সেক্টর হিসেবে অনুমোদন করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতে অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় পঞ্চম শীর্ষ সম্মেলনে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়নসহ গত বছরের মার্চে ২২তম বিমসটেক জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সভায় এ পর্যন্ত হওয়া অগ্রগতির পর্যালোচনা করা হয়।

92


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর