রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরের পল্লীতে সন্ত্রাসী ভাড়া করে জমি দখল, সংঘর্ষে আহত -৬ গাজীপুরে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে গার্মেন্টস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামাল ও ভাংচুর গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষকদল নেতাকে কুপিয়ে খুন সুন্দরগঞ্জে মা-মেয়েকে উত্যক্ত করায় মাইকিং করে দুই গ্রামে সংঘর্ষ ‎বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’, মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা! লালমনিরহাটে আ.লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার লালমনিরহাটে বিক্রি করা দেড় বছরের সন্তানকে ফেরত পেতে থানায় অভিযোগ মায়ের ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, বেনাপোল থেকে ফেরত গেল ৪ ট্রাক বিদ্যালয়ের খেলার মাঠে হাট বসানোর চেষ্টা বিএনপি নেতার, ইউএনও বরাবর অভিযোগ! গাজীপু‌রে প্রতারনা ও মিথ্যা মামলা দি‌য়ে হয়রানীর প্রতিবা‌দে ওয়ালটন কর্তৃপ‌ক্ষের বিরু‌দ্ধে মানববন্ধন

যশোরের পল্লীতে সন্ত্রাসী ভাড়া করে জমি দখল, সংঘর্ষে আহত -৬

রিপোর্টারের নাম : / ১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার পল্লীতে সন্ত্রাসী ভাড়া করে জমি দখলে নেওয়ার সময় বাধা দেওয়ায় সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের খাটবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলো,খাটবাড়িয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে মোমিন দফাদার (৫৫), তার ছেলে মুন্না (৪০), শওকত দফাদার (৪০), সাবুর আলীর মেয়ে রেহেনা খাতুন (৪৫), আহসান দফাদরের মেয়ে শামসুন্নাহার চায়না ( ৪০) ও শংকরপুর গ্রামের আব্দুল গফ্ফার (৫৫)।

স্থনীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের দফাদার গোষ্ঠীর এক দাগে ৫৪ শতক শরিকের জমির মধ্যে গত ১২ বছর আগে খাটবাড়িয়া গ্রামের মৃত আহসান দফাদারের ছেলে বাবলু ও তার ভাই লাভলু একই গ্রামের মতিয়ার রহমান, ইমান আলী দফাদার ছেলে কাশেম ও ইউনুচ আলীর কাছ থেকে ৩৬ শতক জমি ক্রয় করেন। যা বাকি শরিকের পরিবারের কেউ জানতো না। সেই জমি দখলে নেওয়ার দ্বন্দ্বের জের চলে আসছিলো। এ ব্যাপারে আদালতে একটি মামলা হয়েছে। যা চলমান রয়েছে। ঘটনার দিন বাবলু ও লাভলু দফাদার গোষ্ঠীকে না জানিয়ে সন্ত্রাসী গফ্ফার, শাহাজান, সুমন, তুহিন, আইজুল, লুৎফর, সেলিম, আমিনুর, রফি ও আবুলসহ ৪০/৫০ জনের একটি বাহিনী ভাড়া করে জমি মাপকারী আমিন এনে নিজেদের ইচ্ছে মতে জমি দখল করতে গেলে ওই গ্রামের আমের আলী দফাদরের ছেলে শওকত ও তার ছেলে আশিকুর রহমান ও আব্দুল মোমেন ছেলে মুন্না বাঁধা দেয়। পরে ভাড়া করা সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের মোট ৬ জন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাভলু ও বাবলু তারের বেড়া দিয়ে জোর পুর্বক জমি দখল করেছে বলে জানা গেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য দুই পক্ষকে বলা হয়েছে। এখনো থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর