রহমতগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পৌরএলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহমতগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি ছাত্রীদের সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিযোগিতাদের কুচকাওয়াজ, মশাল পরিভ্রমণ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত এবং অতিথি এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
শনিবার (২৪ ফেব্রুয়ারী -২০২৪ ) সকাল সাড়ে ৯ টায় অত্র বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী তিনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাতিকে সুশিক্ষিত হতে হবে প্রযুক্তি গ্রহণ করে উন্নত সমৃদ্ধি শালী দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাচ্ছে মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রহমতগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ আব্দুল মতিন খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ, জেলা আওয়ামীলীগ নেতা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু খান।
স্বাগত বক্তব্যে রাখেন, রহমতগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শুভেচ্ছা জানান, সহকারী প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুলফিকার হাসান খান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফ আলীখান,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃআব্দুল মতিন সেখ, রহমতগঞ্জ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম আম্বিয়া তালুকদার, অবসরপ্রাপ্ত চাকুরীজীবি ও সমাজসেবক মোঃ ইকবাল হোসেন সেখ, খন্দকার আহম্মদ হোসেন, মোঃ হায়দার আলী, মোঃ মাহমুদুল হক খোকন, আনোয়ারুল হাসানখান, শামীম খান, সম্রাট খান, মোঃ আব্দুল হান্নান সেখ, মোঃ কামরুল হাসান খান হেলাল, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, এলজিইডি সিরাজগঞ্জের উপসহকারী মোঃ মশিউল আলম লিটন, সিরাজগঞ্জ জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুলতান তালুকদার, সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের সাবেক ভিপি টি.এম. সালাউদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সোহেল রানা রুবেল, মঈন উদ্দিন চিশতি, আজাদুর রহমান আজাদ,মাহমুদুল হাসান, চায়না বেগম,চাকুরীজীবি মোঃ সামছুল আলম সদর উপজেলা আওয়ামী যুবমহিলালীগের মোছাঃ সালমা খাতুন প্রমুখ।
এসময়ে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মোছাঃ মারুফা জাহান, শামীম রেজা, আল-আমিন, তাছরিনা খাতুন, নিঘাই সুলতানা, রাশিদুল কবির সহ অন্যান্য শিক্ষক, কর্মচারী,অভিভাবক, সুধীজন, গুণীজনেরা উপস্থিত ছিলেন।