রায়গঞ্জের চান্দাইকোনা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। অগ্রযাত্রা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বেলা ১২টার দিকে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের পূর্বে সংক্ষিপ্ত এক আলো সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অগ্রযাত্রা পল্লী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান,এনামুল হক।
এসময় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের
পরিচালনা পর্ষদ এর সভাপতি জিন্নাতুল আলম সম্রাট, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মানিক, প্রধান শিক্ষক আব্দুল মুকিত, উপজেলা আওয়ামীলীগের নেতা সুব্রত কুমার ঘোষ তাপস , মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ফারুক আহম্মেদ সরকার শিখন সহ গণ্যমান্যব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ।