লালমনিরহাটে টিনের চালা কেটে দোকানে দুর্ধর্ষ চুরি!

আশরাফুল হক, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় দোকান ঘরের টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ব্রান্ডের সিগারেট, মিনিট ও এমবি কার্ডসহ নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকা চুরি হয়। এ ঘটনায় রবিবার বিকেলে ভুক্তভোগী দোকান মালিক মোখলেছুর রহমান হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে রবিবার ভোরে উপজেলার নওদাবাস ইউনিয়নের বাবুটাড়ি বাজারে মোখলেছার স্টোরে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে দোকান বন্ধ করে বাসা যান মোকলেছুর। সকালে এসে দোকান খুলে দেখতে পান, দোকান ঘরের টিনের চাল খোলা, ক্যাশ ড্রায়ার বাইরে বের করা খালি। যাবতীয় মালামাল এলোমেলো যত্রতত্র পড়ে আছে। এ সময় তিনি দেখেন যে ড্রায়ারে রাখা ১ লাখ ৭০ হাজার টাকা, দেড় লাখ টাকার সিগারেট, ৯০ হাজার টাকার মিনিট ও এমবি কার্ড ও ৫০ হাজার টাকার অন্যান্য মালামাল নেই।
এ বিষয়ে ভুক্তভোগী মোকলেছুর রহমান বলেন, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। এত কষ্ট করে তীলে তীলে গড়া ব্যবসা প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি হবে কখনো কল্পনাও করিনি। আমি থানায় অভিযোগ করেছি। আশা করি প্রশাসন এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন্নবী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।