শাহজাদপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ
সিরাজগঞ্জ শাহজাদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯৭ টি মন্দির প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে (৩০সেপ্টেম্বর) উপজেলার পৌর সদরের শক্তিপুর মহল্লার নূর জাহান ভবনে ৯৭ টি মন্দিরের প্রতিনিধিদের হাতে অনুদান প্রদান করা হয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিনয় কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ অনুদান বিতরণ করেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমল কুন্ডু, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা প্রকৌশলী নাছির উদ্দিন প্রমূখ।