শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিঠা উৎসবের আনন্দ মেলায় মুখরিত সরোবর পার্ক এন্ড রিসোর্ট! আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার কোনবাড়ীতে ইয়াবাসহ আটক-১ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি

শেহেরিন সেলিম রিপনের সিরাজগঞ্জের পুজামন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির মহাপ্রভুর আখড়া ও আদিবাসী সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় নাতি ও ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য প্রার্থী শেহেরিন সেলিম রিপন। শনিবার সন্ধ্যায় প্রথমে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলার কেন্দ্রীয় মন্দির মহাপ্রভুর আখড়ায় যান এবং পুজা মন্ডপ পরিদর্শন করেন।

পরে জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু ও সাধারন সম্পাদক সঞ্জয় কুমার সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর শেহেরিন সেলিম রিপন রেলওয়ে কলোনী জিআরপি থানার সামনে আদিবাসী সার্বজনীন পুজা মন্দির পরিদর্শনে যান। এ সময় মন্দিরের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে নেতৃবৃন্দের সাথে মতবিনিয় কালে বলেন, দেশরত্ম শেখ হাসিনা সরকার বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের পুজা উদযাপন নির্বিঘঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনসহ সার্বিক সহযোগিতা করেছেন। শেখ হাসিনা সরকার পুনরায় ক্ষমতায় আসলে এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

আদিবাসী সার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দ তাদের মন্দিরের সংকটের কথা উপস্থাপন করলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা তাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত হবার সুযোগ দিলে আগামীতে তিনি মন্দির নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মন্দির কমিটির নেতৃবৃন্দরাও আগামীতে দেশরত্ম শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক উপহার দিলে নৌকা বিজয়ে স্বত¯ফুর্তভাবে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। মতবিনিময় কালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কেন্দ্রীয় কমিটি সভাপতি সিপন চন্দ্র সিং ও জেলা কমিটির সভাপতি নিবিরসাহাসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর