শিরোনামঃ
নারীর প্রতি বৈষম্য দূর করতে কাজ করছে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বাংলাদেশ শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আড়াই মাসে টিআইএনধারী বেড়েছে ২ লাখ সিসি ক্যামেরার আওতায় আসবে কক্সবাজার প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের: সমাজকল্যাণ মন্ত্রী নতুন ১১ জেলা যুক্ত হচ্ছে রেল নেটওয়ার্কে আসছে পড়াশোনার শিক্ষা চ্যানেল এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয়: গণপূর্তমন্ত্রী পাহাড়ে শেখ হাসিনার আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-পার্বত্য প্রতিমন্ত্রী রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের শাহজাদপুরে হিন্দু যুবকদের উদ্যোগে পার্থ সারথী বিদ্যাপিঠ গীতা স্কুল সিরাজগঞ্জে ২টি ব্রীজের শুভ উদ্বোধন করলেন এমপি ড. জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা ক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণমিলনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালমনিরহাট হাসপাতালে যোগদান করেননি কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রচন্ড গরমে অর্ধেকে নেমেছে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ আরো ১৪ পণ্য

সরকারের মামলা পর্যবেক্ষণে সলট্র্যাক

কলমের বার্তা / ৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ মার্চ, ২০২৩

উচ্চ আদালতে বিচারাধীন সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের মামলার গতিবিধি পর্যবেক্ষণে ‘সলট্র্যাক’ নামে ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেম তৈরি করা হয়েছে। এই সফটওয়্যার ব্যবহার করে সংশ্লিষ্ট দফতরগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে-বিপক্ষে থাকা মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবে এক ক্লিকেই। তথ্য সঠিকভাবে হালনাগাদ হচ্ছে কি না তা দেখভালে এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংসহ সরকারি সব দফতরেই নিযুক্ত করা হয়েছে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানান, এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, দফতর ও সংস্থাগুলোর পক্ষে-বিপক্ষে থাকা মামলার অগ্রগতি ও সর্বশেষ অবস্থা জানা যাবে। সংশ্লিষ্ট মামলার বিষয়ে সলিসিটর উইং, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ বিভিন্ন পক্ষের মতামত প্রদানসহ ফাইল প্রস্তুত ও অন্যান্য বিষয়ে সময়সীমা নির্ধারণ করে দেওয়া থাকবে এই সফটওয়্যারে।

জানা গেছে, সুপ্রিম কোর্টে আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ৯০ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এত দিন মামলার সর্বশেষ অবস্থা জানতেও অনেক বেগ পেতে হতো সরকারি প্রতিষ্ঠানগুলোকে। এই পরিস্থিতি থেকে বের হতে উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। সমস্যার সমাধানে তৈরি করে ‘সলট্র্যাক’। আজ সকাল সাড়ে ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এই সফটওয়্যারটি উদ্বোধন করবেন। এর পর থেকে সংশ্লিষ্ট দফতরগুলো নিজেদের ড্যাশবোর্ড ব্যবহার করে মামলা-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারবে। আইন মন্ত্রণালয় জানিয়েছে, সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে প্রথমেই soltrack.gov.bd-এ লগইন করে সলিসিটর অনুবিভাগের কেস ট্র্যাকিং সিস্টেমে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে ব্যবহারকারীকে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান, ব্যবকারকারীর নাম, ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড সংযুক্ত করতে হবে। পরে সংশ্লিষ্ট ব্যবহারকারী মামলা-সংশ্লিষ্ট তথ্যাদি যুক্ত করার পাশাপাশি গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। সফটওয়্যারে সরকারের ৫৮টি মন্ত্রণালয়, ৬৪ জেলা প্রশাসক কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয়, উপজেলা প্রশাসন, অধিদফতর, দফতর ও সংস্থাগুলোর নাম ও শাখা সন্নিবেশ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উচ্চ আদালতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ৯০ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এখন থেকে ‘সলট্র্যাক’ নামের এই সফটওয়্যারটি ব্যবহার করে সংশ্লিষ্ট দফতরগুলো নিজ নিজ মামলার সর্বশেষ অবস্থা এক ক্লিকেই জানতে পারবে। মন্ত্রী বলেন, সর্বশেষ অবস্থা জানার পর দফতরগুলো মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপও গ্রহণ করতে পারবে। উচ্চ আদালতে ঝুলে থাকা সরকারের মামলা দ্রুত নিষ্পত্তিতে এই সফটওয়্যার ভূমিকা রাখবে বলেও মনে করেন আইনমন্ত্রী।

জানতে চাইলে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক সময়ই দেখা যায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান তাদের মামলার চলমান অবস্থা কিংবা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানে না। এই কেস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের মামলার গতিবিধি অতি সহজেই পর্যবেক্ষণ করে মামলার বর্তমান অবস্থা সম্পর্কে সময়মতো জানতে পারবে। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারি স্বার্থ অক্ষুণ্ন রাখাও সম্ভব হবে। তিনি বলেন, ‘আমাদের মন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনায় মাত্র ছয় মাসে নিজস্ব জনবল দিয়ে সফটওয়্যারটি তৈরি করেছি আমরা। এতে অতিরিক্ত কোনো অর্থই খরচ হয়নি।’ ‘সলট্র্যাক’ সম্পর্কে তিনি বলেন, এর মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো নিজ নিজ মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবে। একই সঙ্গে কোনো দফতর থেকে সলিসিটর উইংয়ে পাঠানো মামলার নথিপত্র সঠিকভাবে পৌঁছল কি না তাও জানা যাবে এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে। তিনি বলেন, এই ট্র্যাকিং সিস্টেমের জন্য ইতোমধ্যে সলিসিটর উইংয়ে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোতে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। কোনো কারণে সফটওয়্যারে তথ্য হালনাগাদ না হলে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তথ্য হালনাগাদ করার ব্যবস্থা করা হবে। ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের তালিকা সফটওয়্যারে দেওয়া থাকবে।

91


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর