সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অলিদহ বাংলাবাজারে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল এর সঞ্চালনায় এক আলোচনা সভা’র আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।
পরে কেককাটা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এতে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।