শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

খাইরুল ইসলাম মুন্না নিজস্ব প্রতিনিধিঃ / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

পবিত্র রমজান মাসের দীর্ঘ এক মাস সংযম ও ত্যাগ স্বীকার করার পর ঈদ-উল-ফিতর উৎযাপিত হয়। এই ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের একটি। কিন্তু ঈদ সবসময় সবার জন্য আনন্দময় হয়না। আমাদের চারপাশে অনেক অসহায় ও অসচ্ছল পরিবার আছে,যাদের নুন আনতে পানতা ফুরোয় অবস্থা।

এডাস্ট প্রথম আলো বন্ধুসভা এরকম ত্রিশ টি পরিবার কে ঈদ উপহার হিসাবে বাজার ও ত্রিশ জন(ছেলে-মেয়ে) ছোট শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দেয়। ঈদ বাজারে চাল, ডাল,তেল,সেমাই,আলু,দুধ,চিনি,পেয়াজ,লবণ ও সাবান সহ মোট ১০ টির মতো আইটেম ছিলো। নতুন জামা পেয়ে শিশুদের মুখের হাসি আমাদের মনে প্রশান্তি জোগায়।

সহমর্মিতার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং এডাস্ট বন্ধুসভার প্রধান উপদেষ্টা টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নূর নবী রাজ। এছাড়াও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে জুবায়ের আহমেদ,মোঃ সারোয়ার হোসাইন ইসলাম, কেয়া বুস, ওয়াহিদুল ইসলাম এবং এডাস্ট বন্ধুসভার সভাপতি অংকন তঞ্চঙ্গ্যা ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম নবীন ও সাকিব নূর, অর্থ সম্পাদক কামরুন নাহার, প্রচার সম্পাদক তরিকুল সানি সহ অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ এর নির্দেশে আয়োজিত সারাদেশের বন্ধুসভার সাথে একাত্মতা পোষণের মাধ্যমে এডাস্ট বন্ধুসভার এই উদ্যোগ হাসি ফুটিয়েছে অসহায় পরিবার ও শিশুদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর