সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য পাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ও কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।
শনিবার (২৯ অক্টেবর) সকাল ১০ টায় শোভাযাত্রা টি পুলিশ সুপারের কার্যালয় সিরাজগঞ্জ হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে এসে শেষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে সভা সভাপতিত্ব করেন,, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার)।
বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধক ও নেতৃত্ব দেন এবং আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) (পুলিশ সুপার পদন্নোতিপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসীম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) সামিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির,
সাবেক মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।
এ সময়ে বীরমুক্তিযোদ্ধাগণ, পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) নূরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি রুমানা রেশমা, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, জেলা, সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা, সদর উপজেলার সয়দাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম, কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ, শিয়ালকোল ইউপি’র চেয়ারম্যান শেখ সেলিম সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য গণ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, সাংবাদিক, সুধীজন, গুনীজন ও বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ , পেশাজীবি মানুষের একাংশ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতাগন বলেন, জনগণ ও পুলিশের সাথে সেতুবন্ধন করার জন্য কমিউনিটি পুলিশিং গঠন করা হয়। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নানা ভাবে চেষ্টা করছেন। সেই সাথে বাংলাদেশ পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ। আমাদের যারা সন্মানিত জনগণ রয়েছেন আপনারা সকলেই কমিউনিটি পুলিশের অংশ। আর এজন্য বলতে চাই, সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আমাদের দায়িত্ব নিতে হবে।
রাষ্ট্রকে শান্তি ও সুরক্ষা রাখতে পুলিশ এবং জনগণের একসাথে কাজ করতে হবে।