সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে সংবাদকর্মীদের ওপর হামলা-মামলার ঘটনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা ওসির অপসারণের দাবিতে মানববন্ধন, হামলায় পুলিশসহ আহত ৫ জন রংপুরের তারাগঞ্জে সাংবাদিক নাজিমের ওপর সন্ত্রাসী হামলা! লালমনিরহাটের আলোচিত হাসিনার কাটা মাথা উদ্ধার গ্রেপ্তার-১ ‎পঞ্চম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়তে এসে শিক্ষক কর্তৃক ধর্ষনের স্বীকার জামিয়া উসমান গণী (রা.) মাদরাসার শিক্ষার্থীদের বিভাগীয় কৃতিত্ব যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন কাজিপুরে বালু নিংড়ানো পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জে জেলা আওয়ামীলীগ ও জেলা প্রশাসনের নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মমভাবে হত্যা করার পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ৩ নভেম্বর ১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।”

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের নানা আয়োজনে ৩ নভেম্বর জেলহত্যা দিবসটি পালন করা হয়েছে। সিরাজগঞ্জের কৃতিসন্তান জাতীয় নেতা শহীদ ক্যাপন্টেন এম মনসুর আলী সহ জাতীয় চারনেতার এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

সকাল দশটায় জেলাপ্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ফারুক আহাম্মদ। এতে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক জনাব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, জেলা যুবমহিলা লীগের সভাপতি রুমনা রেশমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।

এ সময়ে জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীলসমাজের প্রতিনিধিগণ, সাংবাদিক গণ উপস্থিত ছিলেন । বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দোয়া, মোনাজাত ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন প্রমুখ।
এসময়ে হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কাজিপুর উপজেলা সহ সকল উপজেলা আওয়ামী লীগের আয়োজন, যথাযথভাবে দিবসটি পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর