রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত এবং ক্যান্সার ওয়ার্ডের শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী -২০২৪) সকালে এ দিবস উদযাপনে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জে ১০ শয্যার ক্লিনিক্যাল অনকোলজি( ক্যান্সার) বিভাগ চালু করা হয়।
এ বিভাগটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ মহিউদ্দিন ফারুক।
উদ্বোধনের পরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আমিরুল হোসেন চৌধুরী। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ মহিউদ্দিন ফারুক, অধ্যাপক ডাঃ মুস্তাক হোসেন, অধ্যাপক জিল্লুর রহমান,অধ্যাপক ডাঃজাকির হোসেন, অধ্যাপক ডাঃ আলিয়া শাহনাজ আলিয়া, ডাঃ রামপদ রায় প্রমূখ।
চিকিৎসকগন এবং বি এম এ ‘র সভাপতি হিসাবে বক্তব্যে রাখেন ডাঃ জহুরুল ইসলাম রাজা ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডাঃ মাহবুব আখতার তানিয়া।
এসময়ে বক্তাগণ, ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্যান্সার বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং ক্যান্সার চিকিৎসার জন্য আরো অধিক অর্থ বরাদ্দ করার অনুরোধ জানান।
এছাড়াও শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে অনতিবিলম্বে একটি লিনাক মেশিন, একটি কোবাল্ট ৬০ মেশিন ও একটি কোবাল্ট ৬০ ব্রাকি থেরাপি মেশিন বরাদ্দ এবং হাসপাতালে ক্যান্সার বিভাগের জন্য ৫০ টি শয্যা বরাদ্দ ও পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ দেয়ার দাবি জানান।
হাসপাতালের দশ শয্যারএই বিভাগটি চালু করার পিছনে ডাঃ তানিয়ার উদ্যোগ এবং হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতার ফলেই সম্ভব হয়েছে বলে উল্লেখ করে বক্তাগন সকলেই তাদের দু’জনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর