সিরাজগঞ্জে বিশ্ব সাদা ছড়ি দিবস পালনে র্যালি, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ
“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি সাদাছড়ি” এ প্রতিপাদ্য নিয়েযথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে বিশ্ব সাদা ছড়ি দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়,সিরাজগঞ্জ ও স্বেচ্ছাসেবীসংগঠন সমূহ আয়োজনে শনিবার (১৫ অক্টোবর -২০২২) সকাল দশ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি প্রদর্শন শেষে শহিদ এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব সার্বিক) মোঃ মোবারক হোসেন।
এতে সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, জেলা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ রিয়াজুল ইসলাম,
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সিরাজগঞ্জের কর্মকর্তা আশিক হোসেন,এনডিপি’র প্রতিবন্ধী ও শিক্ষা কর্মসূচি’র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, সাইট সওয়ারস এর সমন্বয়কারি তপন কুমার, বিএনএসবি কর্মকর্তা মীর্জা আহাম্মেদ আলী লিটন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চাালনা করেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ একে এম মাহবুবুল ।
অনুষ্ঠানের পরিশেষে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও অধিকার সংরক্ষণ, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০ টি স্মার্ট হোয়াইট ক্যান ও ৩ টি হেয়ারিং এইড বিতরণ করা হয়।