সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি’র একমাত্র পুত্র মরহুম মাসুদ আহমেদের ৮ম মৃত্যু বার্ষিকী পালন
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সুযোগ্য দক্ষ ও অভিজ্ঞ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান এর একমাত্র পুত্র মাসুদ আহমেদের ৮ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে কোরআনখানি ও তার রুহের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী-২০২৩ ) বাদ আছর হাজী আহম্মেদ আলী আলীয়া মাদ্রাসা’র আল ফালাহ্ জামে মসজিদে শোকাহত পরিবারের পক্ষ থেকে মরহুম মাসুদ আহামেদ মাসুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এ সময়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম মাসুদ আহমেদের পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা হাজী ইসহাক আলী,আলহাজ্ব মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহমেদ লিটন সাধারণ সম্পাদক,সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র হাজী মোহাম্মদ নিজাম উদ্দিন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা সহ সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শেখ, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতা-কর্মীরা গুণগ্রাহী, রাজনৈতিক ব্যক্তিবর্গরা সহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
মরহুম মাসুদ আহমেদের রুহের মাগফেরাত কামনায় দোয়াও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম এবং বর্তমান জজকোর্ট জামে মসজিদের খতিব মওলানা মোঃ রেজাউল করিম ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারী এইদিনে এক দূর্ঘনায় মারা যান। মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী মোছাঃ সানজিদা আক্তার ও ১ পুত্র সন্তান মোঃ আল-সামির আহমেদ অয়ন সহ তার অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব রেখে যান। মরহুম মোঃ মাসুদ আহমেদ মাসুদ সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অর্থ সম্পাদক ছিলেন।