সুন্দরগঞ্জে যতটুকু পারি সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ

মোকছেদ আল মামুন (স্টাফ রিপোর্টার) গাইবান্ধা:গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যতটুকু পারি সংগঠন (JTPS) এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের এই মানবিক উদ্যোগটি স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন এলাকার ২’শতাধিক অসহায়, ছিন্নমূল ও দুস্থদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ফুল বাদশা’র সভাপতিত্বে ও মোঃ নুরুজ্জামান মিয়ার সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিও জনগণের টিভি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মহসিন আলী মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজান বোচাগাড়ী ইলিয়াস খান দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিলে) মোঃ এনামুল হক।
এছাড়াও সংগঠনের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীর প্যাকেটে ছিল সেমাই, চিনি, দুধ, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
যতটুকু পারি সংগঠন -এর প্রতিষ্ঠান পরিচালক মোঃ রেজাউল করিম রেজা বলেন, “ঈদ সব মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। তবে সমাজের কিছু মানুষ আছেন যারা আর্থিক অসচ্ছলতার কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। আমরা চাই, তারা যেন পরিবারের সঙ্গে হাসিমুখে ঈদ উদযাপন করতে পারেন। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
উপস্থিত সুবিধাভোগীরা যতটুকু পারি সংগঠনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, যতটুকু পারি সংগঠন দীর্ঘ ১১বছর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।