সুন্দরগঞ্জে হত্যা মামলায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোকছেদ আল মামুন(স্টাফ রিপোর্টার) গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ছমিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে খুনের অভিযোগে, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪মার্চ) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফোরকানিয়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শান্তিরাম ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে মানববন্ধনে মিলিত হয়।
শান্তিরাম ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা,
ভূমি দস্যু সন্ত্রাসী আব্দুল মজিদ মিয়া, মিঠু মিয়া, দছিজল হক ডিপটি ,আখতারুজ্জারাম আখতার, আলম মিয়া সহ সকল সহযোগী খুনিদের ফাঁসির দাবী জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম পাঁচগাছি গ্ৰামের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ(৬৫) এর সাথে একই গ্ৰামের মোঃ রফিকুল ইসলাম (৩৫) গংদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১৬ই মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মোঃ আব্দুল মজিদের সাথে রফিকুল ইসলাম গংদের ঝগড়া বাধে। এসময় ছমিরন বেগম আব্দুল মজিদকে ইফতারের আগে ঝগড়া বিবাদ করতে নিষেধ করলে, আব্দুল মজিদ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্দুল মজিদের ওৎপেতে থাকা লোকজন ছমিরন বেগমকে লোহার রড দিয়ে মাথায় জখম সহ এলোপাথাড়ি মারডাং করলে সমিরন বেগম ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পরে। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ ছমিরন বেগম মারা যায়।
এঘটনায় ছমিরন বেগমের ছেলে মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ সহ ২২জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এঘটনায় সুন্দরগঞ্জ থানা পুলিশ এ পর্যন্ত ৭জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।