সেন্ট্রাল হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে ৩৮ লাখ টাকা আত্বসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্স এর সাবেক পরিচালক মোঃ লিয়াকত আলী খোকন বিরুদ্ধে ৩৮ লাখ টাকার আত্নসাৎ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড় সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ডাঃ ফরিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন -মোঃ লিয়াকত আলী খোকন দীর্ঘ ৫ বছর ধরে সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে পরিচালনার দায়িত্বে থাকাবস্থায় বিনা ভাউচারে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আত্নসাৎ করেন। তার সময়ে প্রতিমাসে হাসপাতালটি লাভের আলোর পরিবর্তে লোকসানের ঘানি টানতে হতো। এইভাবে হাসপাতালের প্রায় ৩৮ লাখ টাকা আত্নসাৎ করেন।অপরদিকে তার সহযোগী মেহেদী হাসান হাসপাতালটিতে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে হাসপাতালের ডাঃ শুন্য হয়ে হাসপাতালটি দুই যাবত বন্ধ থাকে।
এই সকল কার্যকলাপে মোঃ লিয়াকত আলী খোকন ও মেহেদী হাসানকে শেয়ারার থেকে বাদ দিয়ে নতুন করে হাসপাতালটি পরিচালনা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট. কেএম হোসেন আলী হাসানের নেতৃত্বে বাদ পড়া শেয়ারারদের সকল পাওনা দাওনা লিখিতভাবে পরিশোধ করা হয়। কিন্তু মোঃ লিয়াকত আলী খোকন ৩৮ লাখ টাকার হিসাব না দিয়ে তার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর হওয়ায় ভয় দেখিয়ে টাকা আত্নসাৎ নানা তালবাহানা শুরু করেন। শহরের সুনামধন্য হাসপাতালটির টাকা আত্বসাতের পাঁয়তারা ও প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুন্ন করতে সোস্যাল মিডিয়ায় নানা অপপ্রচার চালানো হয়।
তিনি আরো বলেন- কেউ যদি হাসপাতালের কর্তৃপক্ষের নিকট টাকা পেয়ে থাকেন সঠিক প্রমাণাদি সাপেক্ষে টাকা পরিশোধ করা হবে। বিএনপি’র পেতাত্মা মোঃ লিয়াকত আলী খোকন ও মেহেদী হাসানের মিথ্যা অপপ্রচারে কর্ণপাত না করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মোঃ নুরুল ইসলাম, বাহিরগোলা ব্যবসায়ী সমিতির সভাপতি গাজী মির্জা ফারুক আহমেদ, কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্স এর পরিচালক (প্রশাসন) লতিফুর রহমান পিন্টু, ডাঃ আনজুয়ারা বকুলসহ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।