সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত ও হামনাদ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সয়দাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ মালশাপাড়া কবরস্থানের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও মুহাদ্দিস আলহাজ্ব মুফতি মোঃ আব্দুল্লাহ তাহের তাওহিদী।
দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সয়দাবাদ তালিমুল ইসলাম দারুল উলুম কওমী মাদ্রাসার মুহাতিমম হযরত মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাশিদুল হাসান।
স্বাগত বক্তব্যে রাখেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার। অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন, সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মোঃ আব্দুস সোবহান।
এসময়ে অনুষ্ঠানে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।