বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনবাড়ীতে ইয়াবাসহ আটক-১ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

কোনাবাড়ী থেকে চুরি হওয়া মোবাইল চট্টগ্রাম থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

গাজীপুরের কোনাবাড়ী একটি দোকান থেকে চুরি হওয়াসহ ৩৬ মোবাইল ফোন উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে ৩৩টি স্যামসাং অ্যান্ড্রয়েড ও তিনটি অন্য ব্র্যান্ডের মোবাইল। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় আবিদ হোসেন ও মো. বোরহান নামে দুজনকে আটক করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি মার্কেটের দোকান থেকে গত ৭ এপ্রিল সকালে ৩২টি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক মো. শফিকুল ইসলাম কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। একপর্যায়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম মেট্রোপলিটনের পাঁচলাইশ থানার বদ্দারহাট এলাকা থেকে ৩০টি এবং রামপুরা এলাকা থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে ৩৩টি স্যামসাং অ্যান্ড্রয়েড এবং তিনটি অন্য ব্র্যান্ডের মোবাইল। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এসব মোবাইল গুলোর মধ্যে ১৮টি কোনাবাড়ী থেকে চুরি হওয়া এবং আরও ১৮টি মোবাইলের প্রকৃত মালিককে তা জানা যায়নি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর