ছাত্রনেতা শাকিলের নিজ উদ্দ্যেগে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ৷
ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায়দের পাশে ছাত্রলীগ নেতা শাকিল এর নিজ উদ্যোগে ইফতার বিতরণ৷
পবিত্র রমজান উপলক্ষে কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন ঠাকুরগাঁও পৌর শাখার সাবেক প্রচার সম্পাদক শাকিল৷
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের সার্কিট হাউজ এর সামনে এবং বাস স্ট্যান্ড চত্বর সহ শহরের বিভিন্ন স্থানে এক শতাধিক পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন৷
এবং করোনা মহামারির মাঝে ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসনীয় এবং গরীব ও অসহায় মানুষ খাবার যোগাতে যখন হিমশিম খাচ্ছে সেই মুহূর্তে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে।এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং ইফতার বিতরণ শেষে ইফতার হাতে পেয়ে আনন্দিত হয়ে নাজমুল ইসলাম বলেন, ‘এই রোজায় কেউ এখন পর্যন্ত কিছু দিল না। কেউ খবরো নেয় নি কিন্তু নাতির বয়সের পোলাপানগো আইসা দিয়া গেল ইফতার । আল্লাহ তাদের ভালা করুক।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইশাবিন আলী, উপপাঠাগার বিষয়ক সম্পাদক সাবেক আবু শাহেদ, ক্রিয়া বিষয়ক সম্পাদক সাবেক সোহরাব সিফাত,সাকিব, মাজেদ,লিয়ন সহ পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ৷