ক্যান্সর আক্রান্ত যুবদল নেতা রাজুকে প্রবাসী কল্যাণের এক লক্ষ টাকা অনুদান প্রদান
নোয়াখালী কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ ছাত্রদল নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ক্যান্সার আক্রান্ত আজিজুল হক রাজুকে এক লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছেন কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ৷ কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এই অর্থ প্রদান করা হয়৷ এই যুবদল নেতা আজিজুল হক রাজুর হাতে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ তুলে দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম৷ এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারন সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ও আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন সগীর,উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপ,সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান সহ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই উপস্থিত ছিলেন৷৷