শিরোনামঃ
শ্রমিকলীগের উদ্যোগে বেনাপোলে “মে” দিবস পালন কালিয়াকৈর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত  মে দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা’র পক্ষে প্রচারনায় সংসদ সদস্যের দুই ভাই, নেতা ও জনপ্রতিনিধিদের চাপ প্রয়োগ আমবাড়ীতে প্রচন্ড তাপদাহে যাত্রীদের মাঝে শরবত বিতরণ ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে কমিটি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তীব্র তাপদাহে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন  সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পাবে প্রাথমিক স্কুল থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন টঙ্গীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পানি ও স্যালাইন বিতরণ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুদকের অভিযান গাজীপুরে স্কুল ছাত্র হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড ঝিকরগাছায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে রোগীরা বিতর্কিত বিনুর কান্ড ! চেয়ারম্যানকে হুমকি

মোঃ আব্দুল আজিজ,স্টাফ রিপোর্টার :

ভাঙ্গুড়ায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত

কলমের বার্তা / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৯৯ টি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স,ব্যালট পেপার,ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার,পোলিং এজেন্টসহ সব ধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা।

ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন জানান,সব কয়টি বিদ্যালয়ে ৭টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমার বিদ্যালয়ে ৭ টি পদের বিপরিদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তারা জানান, বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এ ছাড়া প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ফলে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়।

এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, অন্যের প্রতি সহিষ্ণুতা বৃদ্ধি, ঝরে পড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে ২০১০ সালে স্টুডেন্টস কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৩ সাল থেকে সারা দেশে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সে পরিপ্রেক্ষিতে এ বছরও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের আয়োজন করা হয়েছে।

106


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর