সিরাজগঞ্জে দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, অনাবাদি পতিত জমি ও বসত বাড়ী আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দু’দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ।
রোববার(১২ হতে১৩ জুন) এ দু’দিনব্যাপী সদর উপজেলার কৃষি অফিসের হলরুমে -প্রায় ৫০ জন কৃষক-কৃষানীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি’র উপ-পরিচালক কৃষিবিদ বাবলু সূত্রধর। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হলো কৃষিবান্ধব। এ সরকার কৃষিতে আমল পরিবর্তন করছেন। আপনার এ প্রশিক্ষণ নিয়ে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর কোনে ও বাড়ীর ছাদে শাকসবজি- ফলমূলের গাছ লাগিয়ে পরিবারের চাহিদাপূরণ করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান হাবিব শহীদ সরকার।
এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।
এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাব্বির আহমেদ সিফাত সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন ।