কাজিপুরে পুনর্বাসন সহায়তা হিসেবে ২৩৮ পরিবারে চেক বিতরণ
কাজিপুর উপজেলায় নদীভাঙ্গন কবলিত ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র/দুঃস্থ জনসাধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা হিসেবে ভুক্তভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার ১৮ জুন উপজেলা পরিষদ হলরুমে
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তেকানি ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, খাস রাজবাড়ী ইউপি চেয়ারম্যান, মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমোহরসহ ভুক্তভোগী পরিবার সদস্যরা।
উল্লেখ্য, গত ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের ক্ষতিগ্রস্ত তালিকা অনুযায়ী উপজেলার ১০ টি ইউনিয়নের ২৩৮ টি পরিবারে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ১৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।